বান্দরবান | ১০:০৮ পিএম, ২০২৩-০১-২২
বান্দরবান পৌর আওয়ামী লীগ এর পক্ষ থেকে দরিদ্র গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারী) সকালে বান্দরবান পৌর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই শীতবস্ত্র বিতরণ করেন। বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ বলেন, বান্দরবানের জনসাধারণের উন্নয়নে কাজ করে যাচ্ছে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সরকারের আমলে সাধারণ জনগণ নানা ধরণের সেবা পাচ্ছে আর এই তীব্র শীতে যাতে সাধারণ মানুষ শীত থেকে কিছুটা হলেও স্বস্থি পায় তাই এই আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আগামীতে বিএনপি নামের কোন সংগঠন দেশ পরিচালনা করার সুযোগ পাবে না, তারা দেশকে লুটেপুটে খাবে আবার লন্ডন থেকে দেশ চালায়। এতিম ও দেশের মানুষের টাকা তারা লুটপাট করে খায়। দেশের মানুষকে বিদ্যুৎ না দিয়ে শুধু পিলার বসিয়ে রেখেছিল তারা। যেখানে আগে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার বিদ্যুৎ ছিল আজকে আওয়ামীলীগ সরকার সেখানে প্রতিটা ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়ে দেশে ২৫ হাজার মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। এসময় মন্ত্রী আরো বলেন, বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য বিভিন্নস্থানে লাগামহীন এবং অশালীন। এসময় পার্বত্যমন্ত্রী আগামীতেও দেশের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের ওপর আস্থা রাখা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান জেলার এক হাজার হত দরিদ্র গরীব, অসহায়, দু:স্থ এবং শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন মন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক : বিলাইছড়িতে দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : চতুর্থ পর্যায়ে ২২/২৩ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পার্বত্য রাঙামাটি জেলার দূর্গম রাজস্থলী...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : দেশের সবচেয়ে আকষর্ণীয় রাঙ্গামাটির দুই উপজেলার সড়ক যোগাযোগ রাজস্হলী-কাপ্তাই উপজেলা। দীর্ঘ প্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিত ভাবে ...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা জমে উঠেছে। ৫ফে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে পবিত্র কুরআন খতমে গাউসিয়া শরিফ হামদ্ -নাত, ক্বেরাত, আজান প্রতিযোগীতা এবং ছাত্রদের ছবক, ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited