“বঙ্গমাতার আদর্শ নিয়ে আমাদের সকল নারীদেরকে এগিয়ে যেতে হবে”


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫৬ পিএম, ২০২২-০৮-০৮

“বঙ্গমাতার আদর্শ নিয়ে আমাদের সকল নারীদেরকে এগিয়ে যেতে হবে”

বঙ্গমাতার আদর্শ নিয়ে আমাদের সকল নারীদেরকে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, জাতির পিতার জীবন সংগ্রামে বঙ্গমাতা অবদান ছিল অবিস্মরণীয়।

তিনি যদি পাশে থেকে সাহস জুগিয়েছে বলেই জাতির পিতা দিন রাত স্বাধীনতার সংগ্রামের কাজ করতে পেরেছে। স্বাধীন বাংলাদেশে বঙ্গমাতা হাত ধরেই নারী উন্নয়ন কাজ শুরু হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে মহিলা বিষয়ক অধিদপ্তরকে আহবান জানান।

সোমবার (৮ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্য়ালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় দীপংকর তালুকদার এমপি এ আহবান জানান।

মহীযসী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা এই প্রতিপাদ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নাসরিন সুলতানা, রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি নারী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে অস্বচ্ছল উদ্যোগী মহিলাদের মাঝে ১৬টি সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।