রাঙামাটিতে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলো ২০৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার


থানচি প্রতিনিধি    |    ০৫:০৮ পিএম, ২০২২-০৪-২৬

রাঙামাটিতে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলো ২০৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার

॥ নিজস্ব প্রতিবেদক ॥

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশিতে আত্মহারা ভূমি ও গৃহহীন ২০৬টি পরিবার। ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয় পর্যায়ে এ সব পরিবারের হাতে গৃহ হস্তানন্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘরগুলোর উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কোন লোক গৃহহীন থাকবে না। পর্যায়ক্রমে গৃহহীন সকল মানুষকে নিজস্ব ভূমিসহ ঘর প্রদান করা হবে।

রাঙামাটির কাউখালী অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদোহা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানাসহ অন্যান্যরা।

তৃতীয় পর্যায়ে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ৯০টি, লংগদু উপজেলায় ১০টি, নানিয়ারচর উপজেলায় ১১টি, বরকল উপজেলায় ৫৫টি এবং কাউখালী উপজেলায় ৪০টিসহ সর্বমোট ২০৬টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।