নিজস্ব প্রতিবেদক | ১১:০২ এএম, ২০২১-১২-১৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ম্পকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার প্রতিবাদে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ ও তার কুশপুত্তলিকা দাহ করেছে রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে রাঙ্গামাটি স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহীদ আব্দুল আলী একাডেমীর সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ জাহানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে মোয়াজ্জেম হোসেন আলালের অম্লীল, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
তিনি আরো বক্তারা বলেন, উদ্দেশ্যমূলকভাবে সরকার প্রধানকে নিয়ে আলাল যে নোংরা বক্তব্য দিয়েছেন, তা শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। সেই সাথে জাতির পিতাকে নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য। তার এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কুৎসিত ও চরম ধৃষ্টতামূলক বক্তব্য শুধু আমাদের দেশ ও জাতির জন্যই নয়, প্রতিবেশী দেশের জন্যও চরম অসম্মানজনক ও অবমাননাকর।
পরে বিক্ষোভ সমাবেশ শেষে দোয়েল চত্ত্বরের সামনে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক : ॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির ॥ খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ...বিস্তারিত
মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির : ॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির ॥ ইসলাম ও জঙ্গিবাদ বিপরীতার্থক শব্দ। ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙামাটিতে শতাধিক পাহাড়ি ছাত্র জেলা ছাত্রদলে যোগদান করেছে। শুক্রবার জেলা ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে কাপ্তাই লেকে পড়ে বৃদ্...বিস্তারিত
বান্দরবান : ॥ নিজস্ব প্রতিবেদক ॥ বান্দরবানের আলীকদম উপজেলায় ব্যাটারি চালিত অটোরিক্সার (টমটম) ধাক্কায় এক শিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2022 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited