নানিয়ারচরে ১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ৮০ বছরের বৃদ্ধ গ্রেফতার


নানিয়ারচর প্রতিনিধি    |    ০৬:১২ পিএম, ২০২০-১০-০৪

নানিয়ারচরে ১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ৮০ বছরের বৃদ্ধ গ্রেফতার

১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ৮০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে নানিয়ারচর পুলিশ। নানিয়ারচর উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় ১২ বছরের প্রতিবন্ধী পঙ্গু শিশুকে হারুনুর রশীদ নামে (৮০) বছরের উক্ত বৃদ্ধ নিজ বাড়িতে ধর্ষনের অভিযোগ উঠেছে।

ভিকটিমের বাবা জানায়, আমি কৃষি কাজের কারনে সকালে কাজের জন্য বাড়ি ছেড়ে চলে যাই ও তার মা সাংসারিক কাজে বাড়ির বাহিরে থাকলে ৪ অক্টোবর রবিবার সকাল ১০টার দিকে নিজে বাড়িতে তার পংগু মেয়েকে ধর্ষণ করে হারূনুর রশিদ। ধর্ষণের স্বীকার শিশুটি মায়ের কাছে ঘটনা জানালে রবিবার সকালে ভিকটিমের মা নানিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে নানিয়ারচর থানার এস আই মোঃ রওশন জামান বলেন, "এই ঘটনায় ভিকটিমের মাতা আমাদেরকে লিখিত অভিযোগ দিলে আসামীকে গ্রেফতার করা হয় এবং শিশু ও নারী নির্যাতন আইনে ৯ এর (০১) এ একটি মামলা দায়ের করা হয়।