রাঙামাটিতে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক


মাসুদ পারভেজ নির্জন    |    ১২:৪৮ পিএম, ২০২০-১০-০১

রাঙামাটিতে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক

রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

বুধবার দুপুরে রাঙ্গাপানি লুম্বিনী গেটের সামনে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয় ও একজন পলাতক রয়েছে।

আটককৃত হল, মিতিঙ্গাছড়ির চন্দন কুমার তংচংগ্যার ছেলে ইউসুমুরি তংচংগ্যা(১৯) ও খারিক্কংয়ের সঞ্জয় নামের এক ব্যাক্তি পলাতক রয়েছে। উভয়ের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানান, রাঙামাটিতে মাদক নির্মূলে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।