বাঘাইছড়িতে গভীর রাতে কৃষকলীগ সভাপতির তামাক চুল্লিতে আগুন


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ১১:৫৪ এএম, ২০২১-০৪-১৩

বাঘাইছড়িতে গভীর রাতে কৃষকলীগ সভাপতির তামাক চুল্লিতে আগুন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় গভীর রাতে কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজের তামাক চুল্লি পুড়ে ছাই হয়েছে। ১৩ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতের এই ঘটনায় গ্রামবাসীর সহায়তায় অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের  এলাকার অর্ধ শতাধিক বসত বাড়ি ও বেশ কিছু ব্যাবসা প্রতিষ্ঠান।

স্থানীয় যুবক মঈন উদ্দিন জানান, বাঘাইছড়ি পৌরসভার ৮নং ওয়াডের সাবেক কাউন্সিলর ও বর্তমান উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আজিজ তার নিজ বাড়ির আঙ্গিনায় তামাক শুখানোর জন্য এই চুল্লিটি স্থাপন করে দীর্ঘদিন তামাক শুকানোর কাজ করছিলেন মঙ্গলবারও তামাক শুকানোর জন্য চুল্লিতে আগুন দেয়া হয়েছিলো অসাবধানতার কারণে হঠাৎই আগুন পুরো চুল্লিতে ছড়িয়ে পরে মূহুর্তেই চুল্লিতে থাকা সব তামক ও জ্বালানির জন্যে  স্তুপ করে রাখা বনের কাঠে ছড়িয়ে পরে।

স্থানীয় গ্রামবাসীর আপ্রাণ চেষ্টায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এতে আনুমানিক দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেও একাদিক বার বেশ কিছু তামাক চুল্লিতে আগুনের সূত্র পাত ঘটে। বাড়ির আঙ্গিনা ও লোকালয়ের এসব তামক চুল্লি নিয়ে বরাবরই আতংকিত ও আশংকার কথা জানান স্থানীয়রা। বেআইনি ভাবে তৈরি এসব চুল্লিতে হাজার হাজার মণ বনের কাঠ পোড়ানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কখনোই কোন ব্যাবস্থা নেয়া হয়নি।  বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান আগুনের বিষয়টি নিশ্চিত করেন।