পিপলস ইসলামিক একাডেমির সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন


রাজস্থলী প্রতিনিধি    |    ০১:৪১ এএম, ২০২১-০২-২৮

পিপলস ইসলামিক একাডেমির সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দুস্থ ও বেকার নারীদের দ্বারপ্রান্তে প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি কর্মসূচির লক্ষে রাঙ্গুনিয়া পদুয়ার পূর্ব সুখবিলাসে অবস্থিত পিপলস ইসলামিক একাডেমির উদ্যোগে ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি-২০২১ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবিলা কোয়ান্টাম ফাউন্ডেশন পরিচালক সাইফুর রহমান জুয়েল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি রাঙ্গুনিয়ার ডাইরেক্টর মোঃ রাসেল আহমেদ।

 অতিথিদের বক্তব্য প্রদানকালে তারা বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। তিনি নারীদের সম্মানকে এক উচ্চ মর্যাদায় নিয়ে নারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছেন। তাই ফ্রি সেলাই প্রশিক্ষণসহ নানান কাজে নারীদের আরো সম্পৃক্ত হয়ে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠার আহ্বান জানান। বক্তারা আরো বলেন  পিপলস ইসলামিক একাডেমি দীর্ঘদিন যাবৎ সেলাই প্রশিক্ষণ ও দ্বীনি শিক্ষার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

দেশের  প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য যুবতী ও গৃহিনী নানাভাবে নির্যাতিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। এসকল অসহায় মহিলাদের প্রশিক্ষিত করার মাধ্যমে স্বাবলম্বী করতে সরকার এবং বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা নানামুখী কার্যক্রম পরিচালনা করছে।এ সকল প্রশিক্ষনের মধ্যে সেলাই প্রশিক্ষন অন্যতম উল্লেখ করে বক্তারা বলেন, অল্প পুঁজির মাধ্যমে একটি সেলাই মেশিন থাকলেই একজন নারী উপার্জনক্ষম হয়ে উঠতে পারে। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমন,মোঃ জালাল ও মোঃ একরাম, একাডেমির শিক্ষিকা ও টেইলারিং প্রশিক্ষিকা মনোয়ায়ার বেগমসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।