কবিতা-রুপের রানী রাঙ্গামাটি


নিজস্ব প্রতিবেদক    |    ০২:১০ পিএম, ২০২১-০২-২৬

কবিতা-রুপের রানী রাঙ্গামাটি

রুপের রানী রাঙ্গামাটি

                            ✒এবি সোহেল

দিক থেকে দিগন্ত ঝুড়ে

পাহাড়ের উচুনিচু পথের বাকে,

রাস্তার দুতীরে আঁকাবাকা পথজু্ড়ে,

উদ্ভিদ দ্বারা আগমনী শুভেচ্ছায় বার্তাতে,

সবুজ বাগানের আঙ্গিনায় অপরুপ

রুপের রানীত্ব নিয়েই গঠনে,

পার্বত্যভুমি রাঙ্গামাটি।

কাপ্তায় লেকের পাহাড়ের খাদে

নদীর এরিয়ায় ছোটবড় নৌযানের মেলায়,

জেলে রা মেতেছে মাছ ধরার খেলায়

অপূর্ব প্রাকৃতিক সৌন্দয্যে,

ছোটবড় পাহাড়,পাহাড়ী সাজে সজ্জিত,

পাহাড়ী বাহারে অপরুপ রুপের অধিকারী,

প্রকৃতির সাজে রুপের রানী,

উদাস মনও শান্তিতে ভেসে,

হাসতে শিখায় মনের আনন্দে,

মন জুড়িয়ে লয় অন্তর গহিনে

নানান জেলার মানুষ পর্যটক হয়ে

ভিড় করে অঝোরে উপভোগ করার লক্ষে

দেখে মনের শান্তি লাভে,

রুপের রানীর পাহাড়ি বাহারময়ে

চোখ বুলিয়ে সর্বক্ষণে পাহাড়ের ঢালে,

ছোট বড় নানান বাগান ঘিরে

কলার ছড়ায় সেগুন গাছের সমাহারে

আনারসের রসের রানী লুকিয়ে আছে,

পার্বত্য ভুমিময় অন্ত লোকান্তরে,।

আনারস পেঁপে আর কলার মাঝে রয়েছে ভালো দামীময় গাছের বাগানের মেলা,

পাহাড় হতে পাহাড় বিস্তার করে

ফলমূল গাছ সারি বদ্ধপরিকর অবস্থানে,

মাছ, গাছ, বাশ, দ্বাড়া পার্বত্য ভুমি তুমি সেরা।

পর্যটন নঘরীতে পাহারী শিল্পের ছড়াছড়ি

রুপের রানী পার্বত্য ভুমি সেরা তুমি রাঙ্গামাটি,

রুপের আর গুনের দ্বারা বর্তিত রয়েছে

তোমার মাঝে,

সর্বজেলার বড় জেলা রুপের রানী তুমি সেরা।

আঁকাবাকা উঁচুনিচু পাহাড়ের অন্তবুকে

সবুজের আঙ্গিনায় মন ছুটে চলে

লেকের বাকের অন্তরায়

এই যে আমার রুপের রানী জন্মভুমি রাঙ্গামাটি।

রাঙ্গামাটি বাংলাদেশ