রাজস্থলীতে মাসিক আইন  শৃঙ্খলা সভা


আইয়ুব চৌধুরী    |    ০৪:৪৬ পিএম, ২০২১-০২-২৩

রাজস্থলীতে মাসিক আইন  শৃঙ্খলা সভা

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা পরিষদের ২৩ফেব্রুয়ারী মাসিক  আইন - শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, ডাঃ রুইহলাঅং মারমা, কৃষি অফিসার হাসিবুল হাসান, সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মানসম্মত শিক্ষা বিষয় নিয়ে আলোচনা হয়, রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় বন্ধকালিন অনলাইনে ক্লাস করার কথা থাকলে ও মুষ্টিময় ৫/৬ মাসে তিনবার অনলাইনে ক্লাস হয়ছে বলে মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার  বিভিষন  চাকমা বলেন।

আরো আলোচনা হয় বিদ্যালয়ে  একজন সিনিয়র শিক্ষক জনাব জসিম উদ্দিন, তিনি রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে  যোগদানের কথা থাকা সত্ত্বেও আদৌ যোগদান করেননি। তবে নিয়মিত বেতন উত্তোলন করে আসছেন। এ বিষয়ে গুরুত্বসহ কারে আলোচনা গৃহিত হয়।

বিদ্যালয়ের বিষয়ে উর্ধতন কতৃর্পক্ষের নিকট আলোচনা করা হবে বলে জানান ইউ এন  ও, শেখ ছাদেক।আইন শৃঙ্খলা বিষয়ে থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান বলেন, উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। এ মাসে কোন মামলা দায়ের করা হয়নি।