‘উটপাখি’ প্রতীক নিয়ে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়বেন হেলাল


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪০ এএম, ২০২১-০১-২৮

‘উটপাখি’ প্রতীক নিয়ে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়বেন হেলাল

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাঙামাটি পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ডের  কাউন্সিলর পদে ‘উটপাখি’ প্রতীক নিয়ে লড়বেন বর্তমান ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন। 

বুধবার সকালে রাঙামাটি নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে তিনি ‘উটপাখি’ প্রতীক পেয়েছেন।

রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের দ্বিতীয়বার নির্বাচিত কাউন্সিলর মো. হেলাল উদ্দীন বলেন,জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১নং ওয়ার্ডের জনসাধারণের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি পূর্বে ও বর্তমানে যেভাবে ১নং ওয়ার্ডে মাদক নির্মূল করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শতভাগ লাইটিং, বিধবা, বৃদ্ধ ও শিশুভাতা যেভাবে যারা এর যোগ্য দাবীদার তাদের দিয়ে হাতে পৌঁছে দিচ্ছি। আসন্ন নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে আমি চলমান কার্যক্রম অব্যহত রাখব এবং চলমান উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবো।    

মো. হেলাল উদ্দীন বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। তিনি নিউ রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও শুটকিপট্টি ফোরকানিয়া মাদ্রাসা ও একাদত খানা পরিচালনা কমিটির সভাপতি, ইসলামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সামাজিক সংগঠন লাইফ লাইনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। 

উল্লেখ্য, তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ত্রাণ সহায়তা সঠিকভাবে বন্টনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। 

প্রসঙ্গত,মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো ২৬ জানুয়ারী। এর মধ্যে মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলেও কাউন্সিলর পদে ২জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছন।২৮ জানুয়ারী থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভায় ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।