২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ‘টেবিল ল্যাম্প’ প্রতীক নিয়ে লড়বেন করিম আকবর


নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৭ এএম, ২০২১-০১-২৮

২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ‘টেবিল ল্যাম্প’ প্রতীক নিয়ে লড়বেন করিম আকবর

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাঙামাটি পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডের  কাউন্সিলর পদে ‘টেবিল ল্যাম্প’ প্রতীক নিয়ে লড়বেন বর্তমান ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ করিম আকবর। 

বুধবার সকালে রাঙামাটি নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে তিনি ‘টেবিল ল্যাম্প’ প্রতীক পেয়েছেন।

২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. করিম আকবর জানায়, জনগণের পাশে ছিলাম এখনও আছি, ৫ বছরে যতটুকু পেরেছি জনগণকে সেবা দিয়েছি। আমি আগামীতে জনগণের সেবা করার জন্য ভোট চাইতে ২নং ওয়ার্ডের সকল বাসিন্দার দুয়ারে-দুয়ারে যাব। বিগত দিনে যতটুকু সেবা করেছি তার চেয়ে বেশি সেবা করার জন্য  আরেকটি সুযোগ পেতে জনগণের কাছে ভোট চাইবো। আর জনগণ আমাকে আরেকবার সুযোগ দিলে উন্নয়নের সামান্য যে অসম্পূর্ণ কাজ আছে তা আমি সম্পূর্ণ করবো। আর যেহেতু ২নং ওয়ার্ড যেহেতু ঘনবসতি পূর্ণ এলাকা এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থানও এই ওয়ার্ডে তাই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আরো গুরুত্বারোপ করবো।

আসন্ন নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করলে আমার ওয়ার্ডের পিছিয়ে পড়া এলাকা গুলোকে দ্রুত আধুনিক সুবিধার আওতায় আনার ব্যবস্থা করব। দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। তিনি আরো বলেন, আমি পূর্বে যেভাবে ওয়ার্ডের উন্নয়নের কাজ ও জনগণের সেবা করেছি তা অব্যহত রাখব।

 তিনি বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে তিনি ওয়ার্ড যুবলীগের অর্থ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

উল্লেখ্য, তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ত্রাণ সহায়তা সঠিকভাবে বন্টনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত,মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো ২৬ জানুয়ারী। এর মধ্যে মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলেও কাউন্সিলর পদে ২জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছন।২৮ জানুয়ারী থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভায় ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।