একাদশ শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষা হবে অনলাইনে!


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৩:৫৪ পিএম, ২০২১-০১-২৫

একাদশ শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষা হবে অনলাইনে!

একাদশ শ্রেণীর পরীক্ষা হবে অনলাইনে! সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা নোভেল করোনা ভাইরাস সম্পর্কে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটির মানুষও অবগত আছে। দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পরপরই বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভাইরাসের মরণ ছোবল থেকে রক্ষা করতে সারা দেশে ২০২০ সালের ২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউনের ঘোষণা দেন।

পরে দেশের কর্মহীন মানুষের অচল হয়ে পড়ার দৃশ্য দৃষ্টিগোচর হলে ২০২০ সালের ৩১ মে থেকে সীমিত পরিসরে লকডাউন শিথিল করার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে, খুলেছে শহরের ছোট খাটো দোকান-পাট সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু বন্ধ ছিলো শিক্ষাপ্রতিষ্ঠান গুলো। করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ হতে দীর্ঘ দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা নিজেদের পড়া লেখাকে করোনার কাছে বিলীন হতে দেয়নি, অনলাইনের মাধ্যমে তাদের পড়াশোনা রীতিমত চলমান রেখেছে।

তারই ধারাবাহিকতায় রাঙামাটি সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধ বার্ষিক পরীক্ষা অনলাইনের মাধ্যমে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। চলতি বছরের ১৭ জানুয়ারি রাঙামাটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া একটি লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানান।

লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটি সরকারি কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, একাদশ শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষা ফেব্রুয়ারি ২০২১ এর তৃতীয় সপ্তাহে অনলাইনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য, উক্ত পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী পরবর্তীতে নোটিশ বোর্ড ও কলেজের ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে।