আরগন ফার্মেসীর মহানুভবতায় মায়ের বুকে ফিরলো মানসিক  প্রতিবন্ধী আসিফ


মাসুদ পারভেজ নির্জন    |    ১১:২৬ পিএম, ২০২১-০১-২২

আরগন ফার্মেসীর মহানুভবতায় মায়ের বুকে ফিরলো মানসিক  প্রতিবন্ধী আসিফ

তিন মাস পূর্বে ভবঘুরে হয়ে বাড়ি হারিয়ে ফেলেন পটুয়াখালী ধানখালী ইউনিয়নের মনসুর গাজীর মানসিক প্রতিবন্ধী ছেলে আসিফ গাজি।

পরনে নোংরা কাপড় ও এলোমেলো চুলে ভবঘুরে হয়ে রাঙামাটি পাহাড়িকা কাউন্টারে এসে ঘোরাফেরা করলে আচরন-ভঙ্গি নজর কাড়ে সাইমিন রেস্টুরেন্ট সংলগ্ন আরগন ফার্মেসীর মালিক মামুনের।

দীর্ঘসময় পর্যবেক্ষন করে মানসিক প্রতিবন্ধী বুঝতে পেরে অভুক্ত আসিফকে খেতে দিয়ে আশ্রয়ের ব্যবস্থা করে দেই মামুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানসিক প্রতিবন্ধী আসিফের ছবি ছাড়ার তিন মাস পেরিয়ে গেলে অবশেষে ডাচ বাংলা ব্যাংকের রাঙামাটি শাখার এজেন্ট কাজী আহমেদ রাব্বী ও রাঙামাটি জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম রাজু পটুয়াখালী জেলা পুলিশের পেজে যোগাযোগ করলে বিশ মিনিটের মধ্যেই পটুয়াখালী জেলা পুলিশ প্রতিবন্ধী আসিফ গাজীর চাচা আনোয়ার গাজীর সাথে যোগাযোগ করে জানিয়ে দিলে শুক্রবার রাঙামাটি এসে মামুন কাজী আহমেদ রাব্বী ও তাজুল ইসলাম রাজু প্রতিবন্ধী আসিফকে তার চাচার হাতে তুলে দেয়।

এসময় প্রতিবন্ধী আসিফের চাচা আনোয়ার গাজী পটুয়াখালী জেলা পুলিশ ও আরগন ফার্মেসীর মালিক,কাজী আহমেদ রাব্বী ও তাজুল ইসলাম রাজুকে  তিন মাস যতœ করার জন্য কৃতজ্ঞতা জানায়।

বিদায়ীকালে আরগন ফার্মেসীর মালিক মামুন অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায়।