আল মামুন | ০৪:১২ পিএম, ২০২১-০১-২০
খাগড়াছড়ির পানছড়িতে রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কলেজ ছাত্র রাকিবুল (১৮) এর মৃত্যু হয়েছে। নিহত রাকিবুল উপজেলার উল্টাছড়ি ইউপির আলী নগরের আলী হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৯ জানুয়ারী ২০২১) রাত সাড়ে আটটার দিকে আলীনগর এলাকার সালাম ফকিরের বাগানের পাশে এ ঘটনা ঘটে। সে পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র বলে জানা যায়। লেখা-পড়ার পাশাপাশি অভাবের সংসারে ভাড়ায় মটর-সাইকেলে চালিয়ে পরিবারের জন্য জীবিকা নির্বাহ করতো সে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সে প্রতিদিনের মত মটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা রাকিবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার মাথা দুই ভাগে বিবক্ত হয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়।
পরে তার চিৎকারে স্থানীয়রা তাতে প্রথমে পানছড়ি ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠালে সেখান থেকে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে ভোর রাত (বুধবার) ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান রাকিবের সাথে থাকা স্কুল শিক্ষক সাইফুল ইসলাম। নিহত কলেজ ছাত্র রাকিবুল ছাত্রদল কর্মী বলে জানা গেছে।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশ কাজ করছে। ঘটনার মুল রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। তবে এ বিষয়ে এখনো থানায় লিখিত কোন অভিযোগ আসেনী বলে তিনি জানান।
এদিকে-রাকিবুল হত্যাকারীদের বিচারের দাবীতে পানছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের চিহিৃত করে বিচার আওতায় আনা না হলে কঠোর কর্মসুচী দেওয়ার ঘোষনা দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটি বিআরটিএর বিশেষ সেবা সপ্তাহ পালন করছে। এ সেবা সপ্ত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড বাধা গ্রস্থ করতে ইটভাটা বন্ধের ষড়যন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লি: এর নব নির্বাচিত সভাপতি মো: মিজান বলেছে...বিস্তারিত
নুরুল কবির : বান্দরবান সরকারী কলেজের শিক্ষকদের যাতায়াতের সুবিধার লক্ষ্যে বান্দরবান সরকারি কলেজে শিক্ষকদের জ...বিস্তারিত
নুরুল কবির : বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। সোমবার সকালে বালাঘাটা জেলা পুলিশ...বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি : অদ্য সকাল ১১.০০ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ‘পরিচালনা বোর্ড’ এর ২০২০-২০২১ অর্থ বছরে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2021 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited