জেএসএস সদস্য হত্যায় বাঘাইছড়িতে ২০ জনের নামোল্লেখ করে মামলা


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৯:১৭ পিএম, ২০২০-১২-০৯

জেএসএস সদস্য হত্যায় বাঘাইছড়িতে ২০ জনের  নামোল্লেখ করে মামলা

রাঙামাটির বাঘাইছড়ি পাকুইজ্জাছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত রতন প্রিয় দেওয়ান (কালো) ওরফে ধিমান চাকমা হত্যায় ২০ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় মামলা করেছে নিহত রতন চাকমার স্ত্রী গহনা চাকমা। বুধবার সন্ধায় ২০ আসামির নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় মামলা করা হয়।

গত ৬ ডিসেম্বর রাত ২ ঘটিকায়  উপজেলার রুপকারী ইউনিয়নের পাকুইজ্জ্যা ছড়ি এলাকায় নিজ বাড়ীতে রতন চাকমাকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী। পরে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত রতন চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী ছিলেন সেদিনই সন্ধায় ছুটিতে বাড়ী এসেছিলেন।মৃত্যুকালে স্ত্রী ও ৩ সন্তান রেখে গেছেন।  বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আমারা মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, দূর্বল ইন্টারনেটের কারনে এখনো সার্ভারে  লিপিবদ্ধ করতে পারিনি। তবে রাতে যে কোন সময় লিপিবদ্ধ হবে।