কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড বীজ বিতরণ


জুরাছড়ি প্রতিনিধি    |    ০৫:৪৩ পিএম, ২০২০-১২-০৮

কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড বীজ বিতরণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ মৌসুমে প্রনোদনা কর্ম সূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকদের মাঝে বিনা মূল্যে বোরো হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।
বিতরণ কালে  উপজেলা কৃষি কর্মকর্তা সুস্মিতা চাকমা বলেন,প্রথম পর্যায়ে রবি প্রনোদনা মৌসুমে বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ধান,গম, সরিষা,ও চীনাবাদাম বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ২য় পর্যায়ে ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড বীজ  বিতরণ করা হয়। 
এছাড়াও তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমি অনাবাদী না রেখে সব জমি আবাদের আওতায় আনা হবে এবং উৎপাদন ও বৃদ্ধি পাবে। এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ নিরবচ্ছিন্ন ভাবে কৃষকদের পাশে আছেন এবং থাকরেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন চার ইউনিয়নের কৃষি উপ-সহকারি শুভক্ষণ খীসা,পল্টু খীসা,জয়কুমার চাকমা,আশীষ চাকমা,দীপালী চাকমা,মুনমুন চাকমা,সমীরণ চাকমা,আশীষ চাকমা প্রমূখ।