রাঙামাটি রিজিয়নকে ধন্যবাদ জানিয়ে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক    |    ১১:১৮ পিএম, ২০২০-১২-০৭

রাঙামাটি রিজিয়নকে ধন্যবাদ জানিয়ে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের  সংবাদ সম্মেলন

 রাঙামাটি রিজিয়ন কে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ২নং পাথরঘাটা রিজার্ভ বাজার অফিসে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাঙামাটি -খাগড়াছড়ি প্রধান সড়কের নানিয়ারচর এলাকার ১৯ মাইল নামক স্থানে গত নভেম্বর মাসের ১৫ তারিখে দিনের দুপুরে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মূখে ড্রাইভারসহ একটি অটোরিক্সা অপহরণ করে নিয়ে যায়। পরে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এবং রাঙামাটিতে চলাচলকারী সকল সিএনজিকে বাৎসরিক এক হাজার টাকা করে চাঁদা দাবি করে সিএনজি চালককে মারধর করে মুক্তিপণ নিয়ে আসার জন্য ছেড়ে দেয়।

পরবর্তীতে অটোরিক্সা চালক কল্যান সমিতির নেতৃবৃন্দরা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করে কোন ধরনের সাড়া না পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের কাছে গেলে এই বিষয়ে অতি দ্রুত পদক্ষপ নিবেন বলে আশ্বাস্ত করেন। এরই মধ্যে গত কাল রবিবার বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের একটি চৌকস সেনাদল সারারাত অভিযান চালিয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলার গহীন অরণ্য থেকে অপহরণকৃত সিএনজি উদ্ধার করেন।

এসময় সংবাদ সম্মেলন সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, তিন পার্বত্য জেলায় বসবাসকারী সাধারণ জনগনের জান-মালের নিরাপত্তার সার্থে তিন পার্বত্য জেলা থেকে যে সমস্ত সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছে সেগুলো পুনঃস্থাপনসহ যেসমস্ত এলাকায় ক্যাম্প নেই সেখানে নতুন ক্যাম্প স্থাপন করে এই সন্ত্রাসী গোষ্ঠীর কবল থেকে পার্বত্য বাসিকে রক্ষা করে।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, সহ-সভাপতি কবির মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হালীম, প্রচার সম্পাদক মোঃ আবদুল খালেক,দপ্তর সম্পাদক শিবু রায়সহ রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দরা।

উল্লেখ্য যে, গত ১৫/১১/২০২০ ইং তারিখে রাঙামাটি -খাগড়াছড়ি প্রধান সড়কের নানিয়ারচর এলাকার ১৯ মাইল নামক স্থান থেকে দিনের দুপুরে চালকসহ একটি অটোরিকশা অপহরণ করেন আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। গত কাল রবিবার বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের একটি চৌকস সেনাদল সারারাত অভিযান চালিয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলার গহীন অরণ্য থেকে অপহরণকৃত সিএনজি উদ্ধার করেন।