রাঙামাটি ব্লাড ফোর্সের লংগদু শাখার আহবায়ক জাবের সদস্য সচিব লিটন


নিজস্ব প্রতিবেদক    |    ১১:০৭ পিএম, ২০২০-১২-০৭

 রাঙামাটি ব্লাড ফোর্সের লংগদু শাখার আহবায়ক জাবের সদস্য সচিব লিটন

পাহাড় জুড়ে রক্তের প্রয়োজনে নিরলস কাজ করে যাওয়া পার্বত্য অঞ্চলের অন্যতম স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠন রাঙামাটি ব্লাড ফোর্সের লংগদু উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে।রাঙামাটি ব্লাড ফোর্স এর উপদেষ্টা ও প্যানেল মেয়র জামাল উদ্দিন ও এডমিন প্যানেল এর যৌথসাক্ষরে ১১সদস্যের এই আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

 কমিটিতে জেলার কমিটির যুগ্ন সদস্যসচিব মোঃ রফিকুল ইসলাম কে উপজেলা সমন্বয়ক করা হয়।এতে মোঃ জাবের হোসেন কে আহবায়ক এবং মোঃ মনজুরুল ইসলাম লিটন কে সদস্যসচিব নির্বাচিত করা হয়। যুগ্ন আহবায়ক হলেন মোঃ রাসেদ আহমেদ, যুগ্ন সচিব হলেন মোঃ সোলেমান।আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ আজিজুল,মোঃ রাসেল,মোঃ নিজাম উদ্দীন, মোঃ মামুন, মেহেরুবা মেহের, বিজয় নাথ এবং নবী হোসেন।

সংগঠনের জেলা কমিটির আহবায়ক ও এডমিন মোঃ রমজান আলী বলেন,রাঙামাটি ব্লাড ফোর্স সৃষ্টি থেকে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছায় রক্তদাতা ম্যানেজ করে আসছে, শুধু এর মধ্যো সীমাবদ্ধ না থেকে থ্যালেসামিয়া সচেতনতা বিনামূল্যে ব্লাডগ্রুপ ক্যাম্পেইন সহ অন্যান কার্যক্রম পরিচালনা করে,রাঙামাটি ব্লাড ফোর্স কার্যক্রম সমগ্র জেলার মানুষের মাঝে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে সংগঠনের সদস্যরা। উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যো কার্যকরি কমিটি করে জেলা শাখায় প্রেরন করবে।