কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ


খাগড়াছড়ি প্রতিনিধি    |    ০৬:২৫ পিএম, ২০২০-১২-০৬

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

কুষ্টিয়া পৌরসভার পাঁচ মোড়ে নির্মানাধীন বঙ্গব›ধু ভাস্কর্যের ডান হাত এবং মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার রাতের কোন এক সময় ভেঙ্গে ফেলার  ঘটনায় প্রতিবাদে সারাদেশের ন্যায় দীঘিনালা উপজেলা আওয়ামী  লীগের সকল সহযোগী অঙ্গসংঘঠন বিক্ষোভ এবং মিছিল করেছে।
৬ ডিসেম্বর রবিবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীগ এর দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বাহির হয় । পরে উপজেলার প্রদান প্রদান সড়ক এবং উপজেলা পরিষদ পদক্ষিন করে বঙ্গবন্ধু স্কোয়ার এ গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার ঘটনাকে তীব্রনিন্দা জানিয়েছেন।
স্বাধীনতার বিরোধী রাজাকার, আলশামস ও দেশে দোহী অপশক্তিরা আবার মাথা চারা দিয়েছে তাদের কে শক্ত হাতে প্রতি-হতো করতে হবে। আজ স্বাধীনতা বিরোধীরা বর্তমান সরকার এর উন্নায়ন মেনে নিতে পারছে-না তাই তারা  আজ বিভিন্ন কৌশলে জাতির জনকের ভাস্কর্য নিয়ে রাজনীতি করছে।  বিশে^র কোন ইসমলাম দেশে ভাস্কর্য ভাঙ্গানো হয় না এবং সেই সকল মুসলিম দেশে তাদের পরবর্তী প্রজন্মেকে  ইতিহাস জানিয়ে রাখার জন্য সেই সকল দেশের বিশিষ্ট মানুষের নামে ভাস্কর্য করে রাখা হয়।

অথচ আজ বাংলাদেশের আনাচে-কানাচে অনেক ভাস্কর্য করা হচ্ছে তাতে কোন মাথা ব্যাথা নেই অথচ আজ স্বাধীনতার ঘোষকের ভাস্কর্য নির্মান করা হলে তারা মুসলমান ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়ে অপরাজনীতি শুরু করে দিয়েছে তাই এখনই সময় তাদের কে প্রতিহত করার রবিবার বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দীঘিনালা উপজেলা আওয়ামী-লীগের সভাপতি আলহাজ¦ মো: কাশেম আলোচনা সভায় এ বক্তব্য রাখেন।