৩ পৌরসভায় আ’লীগে একাধিক মনোনয়ন প্রত্যাশীঃ ভাগ্য নির্ধারণ করবে কেন্দ্র


আল মামুন    |    ০২:২৭ পিএম, ২০২০-১২-০৬

৩ পৌরসভায় আ’লীগে একাধিক মনোনয়ন প্রত্যাশীঃ ভাগ্য নির্ধারণ করবে কেন্দ্র

খাগড়াছড়ির ৩ পৌরসভার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী তালিকায় প্রার্থী একাধিক। তবে কারা হচ্ছে খাগড়াছড়ি পৌরসভা,রামগড় ও মাটিরাঙ্গা পৌরসভার অভিভাবক তা নির্ধারণ করবে কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন নীতি নির্ধারনী ভোর্ড। 

তবে জেলা আওয়ামীলীগের মনোনয়ন কমিটি প্রতিনিধি পৌরসভায় কমিটির সদস্যরা তিন পৌরসভায় ৩ জন করে তালিকা প্রেরণ করার কথা রয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) শহরের কদমতলীস্থ রেস্ট হাউজে দিনব্যাপী খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের পৌর নির্বাচনের প্রার্থী বাছাই সংক্রান্ত সভায় মনোনয়ন প্রত্যাশীদের প্রার্থীতা ঘোষনা ও মতামত গ্রহণ করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি,শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ সিনিয়র নেতাকর্মীরা এতে অংশ নেয়। 

সভায় প্রার্থীরা তাদের প্রার্থীতা ঘোষনা দেন। তিন পৌরসভার মধ্যে মেয়র প্রার্থী হিসেবে খাগড়াছড়ি পৌরসভায় ৭ জন,মাটিরাঙ্গা পৌরসভায় ৫ জন ও রামগড় পৌরসভায় ৩ জন নেতাকর্মী তাদের প্রার্থী ঘোষনা করেন।  

এতে খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে নিজেদের প্রার্থী ঘোষনা করেন, বর্তমান পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, প্রস্তাবিত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, আওয়ামীলীগ নেতা এড. মোহাম্মদ মহি উদ্দিন কবির, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ রায় দাশ,ক্যাজরী মারমা,পৌর আওয়ামীলীগের নেতা জাবেদ হোসেন। 

মাটিরাঙ্গা খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও বর্তমান পৌর মেয়র শামসুল হক,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজী,খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, সাবেক আওয়ামীলীগ নেতা মো: আবুল কাশেম ভূঁইয়া।  

রামগড়ে ৩ মেয়র প্রার্থীর মধ্যে রয়েছে, রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও বর্তমান মেয়র কাজী মোহাম্মদ শাহজাহান রিপন মেয়র পদে প্রার্থী ঘোষনা করেন।  

আওয়ামীলীগের দলীয় সূত্র জানায়, নিয়ম অনুসরণ করে খাগড়াছড়ির ৩টি পৌরসভার জন্য প্রত্যেক পৌরসভায় মেয়র পদ মনোনয়ন প্রত্যাশীদের সকল বিষয় যাছাই-বাছাই শেষে কেন্দ্রে ৩ জন করে মোট ৯ জনের নাম প্রেরণ করা হবে। কেন্দ্র যেনব প্রার্থীদের পৌরসভার জন্য মেয়র পদে যোগ্য মনে করবেন তাদের আওয়ামীলীগের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতীকে মনোনয়ন প্রদান করবেন বলে নিশ্চিত করেন। 

প্রসঙ্গত: দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার সাথে ২০২১ সালের ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন। তবে এবার ব্যালেটে নয়, ভোট গ্রহণ হবে ইভিএমে।  

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ২০ ডিসেম্বর রবিবার। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর মঙ্গলবার। প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর মঙ্গলবার এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১৬ জানুয়ারী শনিবার। 

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি ইভিএম ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন মধ্যে খাগড়াছড়িতেও ইভিএমের মাধ্যমে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনী ভোট গ্রহণ হবে এবার। তবে আওয়ামীলীগে মনোনয়ন প্রত্যাশীর তালিকায় এবার রয়েছে একাধিক নবীন-প্রবীণ। ভাগ্যগুণে কে হচ্ছে নৌকার মাঝি সেটাই এখন দেখার পালা। আসতে পারে নতুন চমকও।