বান্দরবানে বিজিবির সোর্সকে হত্যা ঘটনায় ৪ জন গ্রফতার


বান্দরবান    |    ১১:৪৫ পিএম, ২০২৩-০৫-১৫

বান্দরবানে  বিজিবির সোর্সকে হত্যা ঘটনায় ৪ জন গ্রফতার

বান্দরবান নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির সোর্স জহুর আলম হত্যা ঘটনায় ১১ জনকে আসামী মামলা দায়ের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার( ১৫ মে)  সকালে অভিযান চালিয়ে ঘুমধুম জলাইতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ‌্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা। 
তিনি এই প্রতিবেদককে জানান,বিজিবি সোর্স জুহুর হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত ১১ জন আসামীর মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন‌্য আসামীদের দ্রুত গ্রেফতারে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত্রা হলেন, রোহিঙ্গা কালু ছেলে আমান উল্লাহ (৩৫), হারুনুর রশিদ ছেলে জাহাঙ্গীর আলম (৩২), ছৈয়দ আলম ছেলে মোহাম্মদ ইসমাঈল (২৮) ও নুরুল ইসলামের ছেলে জমির উদ্দিন (২৮)। 
গ্রেফতার বিষয়ে নিহতের স্ত্রী মমতাজ বেগম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার স্বামী মূলত বিজিবি'র সোর্স। পাশাপাশি টমটমও চালাতেন। মামলার আসামীরা সবাই সীমান্ত চোরাকারবারী। 
পুলিশ জানিয়েছেন, জুহুর আলমকে হত্যার ঘটনার দুদিন পর অভিযান চালায় পুলিশ। এসময় ১১ জনের মামলা আসামীর মধ্যে ৪ জনকে ঘুমধুম জলাইতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় হত্যাকান্ডের ব্যবহৃত সরঞ্জামগুলো।
উল্লেখ্য, গত ১৩ মে শনিবার ঘুমধুম সীমান্তের  ৩৩ নম্বর পিলার এলাকায় বিজিবি সোর্স জুহুর আলমকে হত্যা করা হয়।