সাজেকে শর্ত ভঙ্গ করলে গুনতে হবে ৫ হাজার টাকা জরিমানা!


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৭:৪১ পিএম, ২০২০-০৯-০১

সাজেকে শর্ত ভঙ্গ করলে গুনতে হবে ৫ হাজার টাকা জরিমানা!

দীর্ঘ ৫ মাস পর রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের যাতায়াতের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। সাজেক ও খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো সীমিত পরিসরে খুলে দেয়ায় এ খাত সংশ্লিষ্টরা আবারও ঘুরে দাঁড়ানোর আশা করছেন। সাজেকের কটেজ, রিসোর্ট ও খাবারের হোটেলগুলোতে চলছে অতিথি আগমনের প্রস্তুতি। 

খাগড়াছড়ি-সাজেক পরিবহন কাউন্টারের লাইনম্যান মো. আরিফ জানান, “সকাল থেকে মাত্র দু’টি পিকআপ সাজেকের জন্য ভাড়া হয়েছে। দীর্ঘ পাঁচ মাস আমাদের মানবেতর জীবন কাটাতে হয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যে পর্যটকের আগমন বাড়লে পরিবহন খাত চাঙ্গা হবে।"

সাজেকের লুসাই গ্রাম কটেজের কেয়ার টেকার মো. সুলতান জানান, "কটেজের ছয়টি রুমের মধ্যে প্রথমদিন একটিতে অতিথি উঠেছে। আগামীকাল আরও দু’টি রুমের বুকিং আছে।" 

দ্য ট্রাভেল গ্রুপ-টিটিজি এর সমন্বয়ক রুবেল আহমেদ সামি জানান, “সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সাজেকে পর্যটক নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তার আগে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্ত মেনে চলা কতটুকু সম্ভব তা যাচাইয়ে আমরা সাজেক ও অন্যান্য পর্যটন কেন্দ্র ঘুরে দেখবো। তারপর আমরা সরকারি শর্ত মেনেই ইভেন্ট চালু করবো।" 

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, “সাজেকে পর্যটকদের আসা যাওয়া ও কটেজ খোলার বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে বৈঠকে শর্ত মেনে চলতে বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে এসব শর্ত পালনে কটেজ মালিক ও পর্যটকদের ওপর নজরদারি রয়েছে। কেউ শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।"

উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, "শর্ত সাপেক্ষে সাজেক খুলে দেয়া হয়েছে কেউ শর্ত ভঙ্গ করলে ৫০০০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।" 

এর আগে, ১৮ মার্চ থেকে করোনা ভাইরাসের সংক্রমণরোধে খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল স্থানীয় প্রশাসন।