বান্দরবানে মাদকের মামলায় যুবকের যাবজ্জীবন


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১১ পিএম, ২০২২-০৬-১৫

বান্দরবানে মাদকের মামলায় যুবকের যাবজ্জীবন

বান্দরবানে মাদকদ্রব্য মামলায় একজন আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বান্দরবান জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত।

বুধবার ১৫জুন ২২ইং বেলা সারে ১১টায় দিকে বান্দরবান জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃআবু হানিফ এই রায় ঘোষনা করেন।

বান্দরবান জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ( এপিপি) এ্যাড তপন কুমার দাশ তথ্যটি নিশ্চিত করছেন।

তিনি জানান, এই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অনাদায়ে আরও একবছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ড পাওয়া আসামী হলেন, বালু খালী-২ ,এস - ১,বি-৪, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পনং-২০ এক্সটেনশন, কক্সবাজার এর বাসিন্দা তবারক আলীর ছেলে রোহিঙ্গা নুর মোহাম্মদ ।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)ধারার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।