জাল টাকাসহ মাটিরাঙ্গায় আটক-২


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:২৭ পিএম, ২০২২-০৫-২২

জাল টাকাসহ মাটিরাঙ্গায় আটক-২

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে জালটাকার নোট লেনদেন করার সময় ২ যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। (২১ মে) শনিবার বিকেলে বাজারের জাহাঙ্গীর ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ দোকানের সামনে জালটাকার নোট লেনদেন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ পরিদর্শক মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মো. জসিম উদ্দিন(২৪), মো. রুবেল (২৫) নামের দুই যুবকে আটক করা হয়।

আটককৃত জসিম উদ্দিন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার পাঁচলি পাড়ার মৃত আব্দুল হাসেমের ছেলে এবং মো. রুবেল মাটিরাঙ্গার খেদাছড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। এসময় তাদের সাথে থাকা১০০০ (এক হাজার) টাকার ৩৩ টি জাল নোট উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, (২১ মে) শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাটিরাঙ্গা বাজারে ২ যুবক জালটাকার নোট লেনদেন করছে। পরে তাদের সাথে থাকা জালটাকার নোট সহ তাদেরকে আটক করা হয়।

এই ঘটনায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।