খাগড়াছড়িতে জেএসএস (এমএন লারমা) পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


খাগড়াছড়ি প্রতিনিধি    |    ১২:৪৫ এএম, ২০২২-০৫-২১

খাগড়াছড়িতে জেএসএস (এমএন লারমা) পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিসিপি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)। ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ছাত্র সমাবেশে করে সংগঠনটি।

শুক্রবার সকালে খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক জগদীশ চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা সমর্থিত) জেএসএস এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিমল কান্তি চাকমা।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা,ছাত্র বিষয়ক সম্পাদক কাকলী খীসাসহ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। 

এতে বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) বাস্তবায়নসহ আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। একই সাথে সরকারের প্রতি দ্রুত চুক্তি বাস্তবায়ন করে অধিকার বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।