বজ্রপাতে ২ জনের মৃত্যু!


নুরুল কবির    |    ১১:০১ পিএম, ২০২১-১০-১২

বজ্রপাতে ২ জনের মৃত্যু!

বান্দরবানের লামায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কৃষকের ৪টি গরু মারা গেছে বজ্রপাতে। বজ্রপাতে নিহতরা হলেন মৃত মো. ইসহাকের ছেলে মোহাম্মদ এনাম (৫০) ও মৃত মো. নবী হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম (২১)।
সোমবার(১১অক্টোবর) মধ্যরাতে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙালি পাড়ায় এ ঘটনা ঘটে। 

ফাইতং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানিয়েছেন,সোমবার গভীর রাতে মোহাম্মদ এনাম ও শহিদুল ইসলাম বাগান পাহারা দেওয়ার জন্য গাছের উপর বানানো একটি টংঘরে ঘুমাচ্ছিলেন। মধ্যরাত একটার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সেখানে বজ্রপাতে তারা দুজন মারা যায়। 

চেয়ারম্যান জানান, মঙ্গলবার সকালে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ওই টংঘরে তল্লাশি করে তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
স্থানীয়রা জানায়, বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে গাছের উপর টংঘর বানিয়ে বাগান ও ফসলি জমি পাহাড়া দেয়া দেয় তারা। আর ওই টংঘরে থাকাই তাদেও জন্য কাল হলো। 

লামা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তারা ফিওে আসলে বিস্তারিত জানাযাবে।

এদিকে একই উপজেলার মেরাখোলা এলাকার হিন্দু পাড়ায় বজ্রপাতে বাসু কুমার দে নামের এক ব্যক্তির ৪টি গরু মারা গেছে। এছাড়াও আনসার ব্যাটালিয়ন দপ্তরে ১৩ টি গাছ পুড়ে গেছে বজ্রপাতে।