বান্দরবানে দেবতাকুম পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে পর্যটক মৃত্যু


নুরুল কবির    |    ০৬:১৬ পিএম, ২০২১-১০-১০

বান্দরবানে দেবতাকুম পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে পর্যটক মৃত্যু

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটক নিহত হয়েছে। রোববার দুপুরে দেবতাকুম ভ্রমন শেষে ফেরার পথে ভেলা থেকে পড়ে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম ফেরদৌস সরকার (২৫)। সে গোপালগঞ্জের কাশিয়ানি থানার লোকমান সর্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায় রোববার সকালে ফেরদৌস সরকারসহ ১৫ জনের একটি দল ভ্রমনের জন্য রোয়াংছড়ির উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের কচ্ছপতলী এলাকার দেবতাকুমে যায়। ভ্রমন শেষে ফেরার পথে ভেলা থেকে দেবতাকুমের পানিতে পড়ে ডুবে যায় ফেরদৌস।

পরে সহপাঠী ও স্থানীয় গাইডের সহযোগিতায় তাকে উদ্ধার করে রোয়াংছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। 

রোয়াংছড়ি থানার (ওসি) তৌহিদ কবির জানান দেবতাকুমে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক যুবক নিহত হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানোর পক্রিয়া চলছে।