আশীষ কুমার বড়ুয়া পার্বত্য উন্নয়ন বোর্ডের নতুন ভাইস চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫৩ পিএম, ২০২১-০৫-৩১

আশীষ কুমার বড়ুয়া পার্বত্য উন্নয়ন বোর্ডের নতুন ভাইস চেয়ারম্যান

আশীষ কুমার বড়ুয়া পার্বত্য উন্নয়ন বোর্ডের নতুন ভাইস চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আশীষ কুমার বড়ুয়া। এর আগে বোর্ডের ভারপ্রাপ্ত ভাইস চেয়াম্যানের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

রোববার (৩০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে উল্লেখ করা জরিকৃত আদেশে। উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম নিজামী অবসর গ্রহণ করলে তার স্থলাভিষিক্ত করা হয় আশীষ কুমার বড়ুয়াকে।

উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব) বলেন, রবিবার (৩০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের কপি হাতে পেয়েছি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করছি।