পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক    |    ১০:১৮ পিএম, ২০২০-০৯-০৮

পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

ফ্রান্সের বিতর্কিত পত্রিকা শার্লি এব্দোতে রাসূল কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ও সুইডেনের দক্ষিনাঞ্চলীয় মালমো শহরে উগ্র খ্রিস্টান কতৃক পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে বনরুপা মসজিদের সম্মুখে  আহলে সুন্নাত ওয়াল জমা'আত সমন্বয় কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র এবং সুইডেনে পবিত্র আল কোরআন পোড়ানো ব্যক্তিদের কে মদদ ও পৃষ্টপোষকতাকারী যদি বাংলাদেশী কেউ হয়ে থাকে তাদের এবং নারায়ণগঞ্জের মসজিদের অগ্নিকান্ডে গ্যাসের লাইন মেরামতে অনীহাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান।

এসময় আহলে সুন্নাত জামা'আত সমন্বয় কমিটির সদস্য সচিব এমএ মোস্তফা হেজাজী, সদস্য অধ্যক্ষ মোঃ আক্তার হোসেন, সদস্য মোঃ ইব্রাহিম,উপদেষ্টা সাব্বির আহম্মেদ উসমানী, অর্থ সচিব শামিম জাহাঙ্গীর সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।