রাঙামাটি জেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব নিলেন অংসুই প্রু চৌধুরী


হৃদয়-নির্জন    |    ০৩:১২ পিএম, ২০২০-১২-১৪

রাঙামাটি জেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব নিলেন অংসুই প্রু চৌধুরী

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ৯ম চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন ৮০ দশকের ছাত্রলীগ নেতা ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী। সোমবার দুপুরে পরিষদের এনেক্স ভবনে বর্তমান চেয়ারম্যান বৃষ কেতু চাকমার নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।

চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করে প্রথম বক্তব্যে অংসুই প্রু বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে জনমুখী করে গড়ে তুলতে এবং রাঙামাটিবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলনের প্রতিষ্ঠানে রূপান্তর করতে সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করবো। রাঙামাটিকে একটি শান্তি, স্থিতিশীল সম্প্রীতি ও উন্নয়নের মডেল জেলা হিসাবে রুপান্তর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় তিনি দায়িত্বপালনকালে সর্বস্তরের সকলের সহযোগিতা কামনাও করেন। 

রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে যোগদান ও বিদায়ী এই অনুষ্ঠানে জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সদ্য সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাশ, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া প্রমুখ। পরে পরিষদের বর্তমান চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও নবাগত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী দায়িত্বভার গ্রহণের পত্র ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর দায়িত্বভার গ্রহণ করেন। 

অনুষ্ঠানে নবাগত ১৪ সদস্য সবির কুমার চাকমা (বরকল), প্রিয় নন্দ চাকমা (বাঘাইছড়ি), প্রবর্তক চাকমা (জুরাছড়ি), ইলিপন চাকমা (নানিয়ারচর), হাজী মোঃ মুছা মাতব্বর (রাঙামাটি সদর), মোঃ আব্দুর রহিম (লংগদু), বাদল চন্দ্র দে (সদর), অংসুই ছাইন চৌধুরী (কাপ্তাই), নিউচিং মারমা (রাজস্থলী), ঝর্ণা খীসা (রাঙামাটি সদর), মোছাঃ আছমা বেগম (লংগদু), বিপুল ত্রিপুরা (রাঙামাটি সদর), দিপ্তীময় তালুকদার (কাপ্তাই), রেমলিয়ানা পাংখোয়া (বিলাইছড়ি) উপস্থিত ছিলেন।

অপরদিকে রাঙামাটি জেলা পরিষদের বিদায়ী সদস্য ত্রিদীব কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, শান্তনা চাকমা, মনোয়ারা জসিম, সাধন মনি চাকমা, অমিত চাকমা রাজু, স্মৃতি বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন। 

এরআগে সকালে কাউখালী উপজেলার বেতবুনিয়া থেকে মোটর শোভাযাত্রাসহ নবাগত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে আসলে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের নের্তৃত্বে পরিষদের একটি প্রতিনিধিদল গেইট থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন।