বাঘাইছড়ির কাচালং নদীতে ৭০০ ফুট কংক্রিট নিয়ে টলার ডুবি


ওমর ফারুক সুমন    |    ০৫:৫৩ পিএম, ২০২০-১২-১৩

বাঘাইছড়ির কাচালং নদীতে ৭০০ ফুট কংক্রিট নিয়ে টলার ডুবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে ৭০০ ফুট কংক্রিট  নিয়ে টলার ডুবির ঘটনা ঘটেছে।রবিবার বিকাল ৪ ঘটিকায়  ২৭ বিজিবি মারিশ্যা জোনের  জলযান ঘাটের সামনে  নির্মানাধিন ব্রীজের পাইলের লোহার ডুবন্ত  পাইপের সাথে সংঘর্ষে টলারের তলা ফেটে পানি ঢুকে মূহুর্তের মধ্যেই পানিতে তলিয়ে যায় ৭০০ ফুট কংক্রিট সহ টলারটি।

টলার মালিক মোঃ কালাম গাজী,  পিতা, সিরাজ গাজী জানায় কাচালং বাজার মন্দিরের কাজের জন্য ঠিকাদার ত্রিদিপ দাশ  কিনাম রাঙামাটি থেকে এসব কংক্রিট নিয়ে আসে। ডুবে যাওয়া টলার ও কংক্রিটের আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানায় টলার মালিক মোঃ কালাম গাজী।  মাঝ নদীতে আড়াআড়ি ভাবে টলারটি ডুবে যাওয়ায় নদীতে বোট চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। দুর্ঘটনা রোধে টলারের দুই পাশে লাইট জালিয়ে সতর্কতা জারি করা হয়।