আজ থেকে ২৪জানুয়ারী পর্যন্ত ১লক্ষ ৩৮,৮৪৩ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে রাঙামাটির স্বাস্থ্যবিভাগ


আলমগীর মানিক    |    ০২:২৪ এএম, ২০২০-১২-১২

আজ থেকে ২৪জানুয়ারী পর্যন্ত ১লক্ষ ৩৮,৮৪৩ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে রাঙামাটির স্বাস্থ্যবিভাগ

পার্বত্য রাঙামাটি জেলায় এবার এক লক্ষ ৩৮ হাজার ৮৪৩জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। শুক্রবার রাঙামাটিতে স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। 

রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসার সভাপতিত্বে সম্মেলনে প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমদ, স্বাস্থ্য বিভাগের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামালসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ ডিসেম্বর শনিবার থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত রাঙামাটির সর্বত্রই হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী পালন করা হবে। এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে ৯ মাস থেকে ৫ বছর বয়সী ৬৭ হাজার ৩৩৯ জন ও ৫ বছর থেকে ১০ বছর বয়সী ৭১ হাজার ৫০৪জন শিশুকে টিকা দেয়ার টার্গেট নিয়েছে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। এই লক্ষ্যে শহরের পাশাপাশি বিভিন্ন এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও মাইকিং করা হবে বলেও জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে জানানো হয় রাঙামাটি জেলার ২টি পৌরসভা ও ১০টি উপজেলায় পর্যায়ক্রমে এক লাখ ৩৮ হাজার ৮৪৩ জন শিশুকে এই টিকাদান কর্মসূচীতে ৪০২ জন টিকাদানকারী ও ১৫৯ জন স্বেচ্ছাসেবী এই টিকা কার্যক্রমে অংশগ্রহণ করবে। 

উক্ত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের দৃষ্টি আর্কষণ করে সিভিল সার্জন বলেছেন, হাম-রুবেলার টিকা মানবদেহে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করেনা হাম-রুবেলার টিকা নিয়ে কেউ বা কোনো পক্ষ যাতে কোনো ধরনের গুজব ছড়িয়ে আতঙ্ক ছড়াতে নাপারে সেই লক্ষ্যে সকলকে সজাগ থাকার অনুরোধও জানানো হয়।