রেমলিয়ানা পাংখোয়া জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় ছাত্রলীগের শুভেচ্ছা


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৩:৩৪ পিএম, ২০২০-১২-১১

রেমলিয়ানা পাংখোয়া জেলা পরিষদ সদস্য  নির্বাচিত হওয়ায়  ছাত্রলীগের  শুভেচ্ছা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নব-গঠিত জেলা পরিষদের সদস্য হিসেবে বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া ২য় বারের মতো নির্বাচিত হওয়ায় ১নং বিলাইছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করে নিয়েছেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগ এর নেতাকর্মীগন।

আজ শুক্রবার ( ১১ ডিসেম্বর) দুপুরে রেমলিয়ানা পাংখোয়ার নিজ বাসভবনে তাকে ফুলের শুভেচ্ছা জানান ১নং বিলাইছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগ এর নেতাকর্মীরা।

উল্লেখ্য, পার্বত্য জেলা পরিষদ আইনের সর্বশেষ সংশোধনী মোতাবেক ২০১৫ সালের ২৫ মার্চ পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত পূর্বের চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা ৫ থেকে ১৫-তে উন্নীত করে তিন পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠন করে সরকার। এর পর দীর্ঘ ৫ বছর ৮ মাস ১৫ দিন পর গতকাল ১০ ডিসেম্বর তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এতে বিলাইছড়ি উপজেলা আওয়ামীগ এর সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া ২য় বারের মতো সদস্য পদে নির্বাচিত হয়।