অং সুই প্রু চৌধূরীকে চেয়ারম্যান করে রাঙামাটি জেলা পরিষদ পুর্নঃগঠনে সরকারের পরিপত্র জারি


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০১ পিএম, ২০২০-১২-১০

অং সুই প্রু চৌধূরীকে চেয়ারম্যান করে রাঙামাটি জেলা পরিষদ পুর্নঃগঠনে সরকারের পরিপত্র জারি

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। ১০ই ডিসেম্বর জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে রাঙামাটির কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের দুইবারের মতো সদস্যের দায়িত্ব পালন করা অংসুই প্রু চৌধূরীকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে সেই পত্রে উল্লেখ করা হয়, ২৫ মার্চ ২০১৫ তারিখের ২৯.০০.০০০০.২১৪.০১.১২০.২০০১(অংশ-১)/৮৭ নম্বর প্রজ্ঞাপন দ্বারা গঠিত পরিষদ বাতিল করা হয়েছে বলেও জানানো হয়েছে।

জেলা পরিষদের সর্বমোট ১৪ জন সদস্যের মধ্যে নিয়োগ পেয়েছে বরকল উপজেলার সবির কুমার চাকমা, বাঘাইছড়ি উপজেলার প্রিয় নন্দ চাকমা, জেলা সদরের হাজী মোঃ মূছা মাতব্বর, লংগদু উপজেলার মো: আব্দুর রহিম, সদর উপজেলার ঝর্ণা খিসা, লংগদু উপজেলার মোছা: আছমা বেগম,নানিয়ারচর উপজেলার ইলিপন চাকমা, জুরাছড়ি উপজেলার প্রবর্তক চাকমা, জেলা সদরের বাদল চন্দ দে, কাপ্তাই উপজেলার দিপ্তীময় তালুকদার, বিলাইছড়ি উপজেলার রেমলিয়ানা পাংখোয়া, কাপ্তাই উপজেলার অংসুইছাইন চৌধুরী, রাজস্থলী উপজেলার নিউচিং মারমা ও সদর উপজেলার বিপুল ত্রিপুরা।

উক্ত পরিপত্রে উল্লেখ করা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন-১৯৮৯ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন-১৯৯৭ এর ১৬ ক (৪) উপধারা এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ এর ৪ (২) উপধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তরবর্তীকালীন পরিষদ পুর্ণ:গঠন করেছে।