জাতির পিতার ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিলাইছড়িতে বিক্ষোভ মিছিল


আজগর আলী খান    |    ০৭:১৭ পিএম, ২০২০-১২-০৮

জাতির পিতার ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিলাইছড়িতে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া নির্মানাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মৌলবাদী গোষ্ঠী কর্তৃক ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ বিলাইছড়ি উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো ইসহাক এর সঞ্চালনে এইসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস,এম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রাসেল মার্মা,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাথুয়াই মার্মা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ কর্মকার, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা,উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো ইসমাইল,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রুপন কান্তি দে, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি উষামং মার্মা সহ উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা মানে বাঙ্গালির জনগণের হ্রদয়ে আঘাত করা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে বাঙ্গালী জাতিকে দমিয়ে রাখা যাবেনা। ৭১ এর পরাজিত শক্তি আজ মাঁথা ছাড়া দিয়ে উঠছে, তাই আজ সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে শুরু করে বাজার হয়ে উপজেলা পরিষদ ঘুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।