হাটহাজারীতে ইউএনও সাড়াশি অভিযানে ৩লক্ষ টাকার কাঠ জব্দ


হাটহাজারী প্রতিনিধি    |    ০৬:৫৬ পিএম, ২০২০-১২-০৮

হাটহাজারীতে ইউএনও সাড়াশি অভিযানে ৩লক্ষ টাকার কাঠ জব্দ

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের ঝটিকা অভিযানে গতকাল সোমবার(৭ডিসেম্বর)  রাত ১১ টার সময় হতে মংগলবার (৮ ডিসেম্বর) বেলা ২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের  সাড়াশি অভিযানে তিন গাড়ি ভর্তি  কাঠ আটক করা হয়।
উপজেলার  কাটির হাট সরকার হাট এবং ফতেয়াবাদ এলাকা থেকে বন থেকে কেটে আনা এসব গাড়ি ভর্তি কাঠ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা।

উল্লেখ্য, গত রাতে সরকার হাট বাজারর অভিযানের সময় উপজেলা নির্বাহী অফিসার গাড়ি দেখে কাঠ ভর্তি গাড়ি রেখে পালিয়ে যায় চালক,পরে সেটা জব্দ করে উপজেলায় আনা হয়।বাকি দুইটা গাড়ি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি।

ইউএনও রুহুল আমিন বলেন,বনের মূল্যবান কাঠ কেটে ব্রিক ফিল্ডে জ্বালানী হিসেবে ব্যবহার করার জন্য এ সব কাঠ জীপ এ করে ফিল্ডে যাচ্ছিল।