থানচিতে পরিবার কল্যান সেবা সপ্তাহ অনুষ্ঠিত 


থানচি প্রতিনিধি    |    ১২:৩৫ এএম, ২০২০-১২-০৭

থানচিতে পরিবার কল্যান সেবা সপ্তাহ অনুষ্ঠিত 

করোনা কালে অনাকাঙ্খিত গর্ভধারন রোধ করি, স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি প্রতিপাদ্যে বান্দরবানে থানচিতে পরিবার কল্যান সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয় । তিন দিন ব্যাপী  সারা দেশের ন্যায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে  অর্থায়নে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও কারিতাস লীন প্রকল্পের যৌথ এক বর্নাঢ্য আয়োজনে রবিবার (৬ ডিসেম্বার ২০) সকাল ৯টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে থানচি বাজার পর্যন্ত এক বর্নাঢ্য র‌্যালি প্রদক্ষিণ করেন।

এই উপলক্ষ্যে থানচি সদর ইউনিয়নের পাথরে  উপর গড়ার ম্রো সম্প্রদায়ের গ্রাম রুমবেট পাড়ায় কমিউনিটি সেন্টারে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ভোধন করেন থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রজ্ঞন বড়–য়া সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান অলসেন ত্রিপুরা,রুমবেট পাড়া প্রধান ঙুইচাম ম্রো, কারিতাস লীন প্রকল্পের ম্যানেজার রুবেন ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন । 
বক্তারা মা ও কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবা ,মায়ের স্বাস্থ্য সেবা,প্রজন্ন স্বাস্থ্য সেবা, সাধারণ রোগীদের সেবা, মাতৃত্বকালীণ সেবা, গর্ভবর্তীতে গর্ভপাঠ বিষয়ের উপর বক্তব্য রাখেন । আলোচনা সভা শেষে   উপস্থিত দেড় শতাধিক কিশোরী ও মাকে বিনামূল্যে ঔষধ ,মাস্ক,সাবান, কিশোরীদের স্যানিটারি প্যাড, বিতরণ করা হয় ।