শান্তিচুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে নানিয়ারচরে নৌকা বাইচ প্রতিযোগিতা


মেহেরাজ হোসেন সুজন    |    ০৩:৩৪ পিএম, ২০২০-১২-০৫

 শান্তিচুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে নানিয়ারচরে  নৌকা বাইচ প্রতিযোগিতা

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন এর আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়।  শনিবার দুপুর ১২টায় নানিয়ারচর উপজেলায় ছয়কুড়ি বিলে উপর এই বিশেষ নৌকা বাইচ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় ।

রাঙামাটি নানিয়ারচর জোনের জোন কমান্ডার লে. কর্ণেল এ কে এম সালাহ উদ্দিন আজাদ (পিএসসি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃইফতেকুর রহমান পিএসসি। অন্যান্যর মধ্যে রাঙামাটি জোন কমান্ডার লে.কর্ণেল রফিকুল ইসলাম( পিএসসি) , জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান,নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার,নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার মন নিয়ে সকল সুযোগ সুবিধা দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছেন, যাতে আমরা সকলেই শান্তির দ্বার প্রান্তে উপনীত হতে পারি। তিনি আরো বলেন, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন তরান্বিত সম্ভব হয়েছে । পরে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহন করা প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।