তিন বছরেও অরবিন্দু চাকমা’র  হত্যাকারী গ্রেপ্তার হয়নিঃ জ্ঞানেন্দু বিকাশ চাকমা


জুরাছড়ি প্রতিনিধি    |    ০১:২৩ পিএম, ২০২০-১২-০৫

তিন বছরেও অরবিন্দু চাকমা’র  হত্যাকারী গ্রেপ্তার হয়নিঃ জ্ঞানেন্দু বিকাশ চাকমা

আজকের এই দিনে আওয়ামীলীগ নেতা অরবিন্দু চাকমা ২০১৭ সালে ৫ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। আজ জেলা পরিষদ বিশ্রামাগাড়ে অরবিন্দু চাকমা’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যেদিয়ে  একমিনিট নিরবতা পালন সহ এক সংক্ষিপ্ত আকারে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় ছাত্রলীগ সভাপতি জ্ঞানমিত্র চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগ সাধরণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
স্মরণ সভায় জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন,তিনটি বছর অতিক্রম হয়ে গেল এখনো পর্যন্ত অরবিন্দু চাকমা’র  হত্যা মামলার প্রকৃত আসামীদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন। তাই প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওয়তায় নিয়ে আসার জন্য আহব্বান জানান ।
 জ্ঞানেন্দু বিকাশ চাকমা আরো বলেন,অরবিন্দু চাকমা শুধু একজন রাজনীতি কর্মী ছিলেন না,তিনি সমাজে নানা উন্নয়ন কর্মকান্ডে ও জড়িত ছিল। খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় উন্নয়নের লক্ষ্যে সর্বদা কাজ করে গেছেন বলে উল্লেখ করেন।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন, উজ্জ্বল কুমার চাকমা,মিন্টু চাকমা,সুদীপ্ত চাকমা সহ আওয়ামিলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।