কে হচ্ছে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি?


খাগড়াছড়ি প্রতিনিধি    |    ০৮:৩৬ পিএম, ২০২০-১২-০৪

কে হচ্ছে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি?

কে হচ্ছে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি। শেষ নেই জল্পনা-কল্পনার। ঘোষনা হয়েছে পৌর নির্বাচনের তফসলি।

সারাদেশে দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার সাথে ২০২১ সালের ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন। তবে এবার ব্যালেটে নয়, ভোট গ্রহণ হবে ইভিএমে।  

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ২০ ডিসেম্বর রবিবার। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর মঙ্গলবার।

প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর মঙ্গলবার এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১৬ জানুয়ারী শনিবার। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি ইভিএম ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন মধ্যে খাগড়াছড়িতেও ইভিএমের মাধ্যমে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনী ভোট গ্রহণ হবে এবার। 

পার্বত্য জনপদ খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের টিকেট নিয়ে কে হচ্ছেন নৌকার মাঝি তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা আর জল্পনা-কল্পনার শেষ নেই। তবে কোন ভাগ্যবানের কপালে ১৬ই জানুয়ারীর আলোর বাতি অপেক্ষা করছে তাই এখন দেখার পালা। 

তবে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ,বিএনপিসহ স্বতন্ত্রপ্রার্থী কারা হচ্ছে সেদিকে তাকিয়ে সাধারণ ভোটাররা। বিএনপিতে যুবদল নেতা ইব্রাহিম খলিল ধানের শীষের প্রার্থী অনেকটা ঠিক হয়ে থাকলেও দলীয় সূত্র বিষয়টি এখনো আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি। 

তবে আওয়ামীলীগে মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছে একাধিক নবীন-প্রবীনের নাম। কিন্তু দলীয় সিদ্ধান্তই নিশ্চিত করবেন কে হচ্ছে নৌকার মাঝি। এরই মধ্যে ভাগ্যগুণে নতুন চমকও আসতে পারে বলে আশঙ্কা করছে প্রবীণ রাজনৈতিক নেতারা।  

আওয়ামীলীগের মধ্যে এখন পর্যন্ত আলোচনার শীর্ষে রয়েছে, বর্তমান পৌর মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জয়েল, সদর উপলো আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ রায় দাশের নাম। 

অনেকের মুখে শোভা পাচ্ছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার এর নামও। তবে সব ছাড়িয়ে নতুন কোন চমক আসছে কিনা তা এখন দেখার পালা। এদিকে স্বতন্ত্র থেকে কারা আসছে নির্বাচনী মাঠে ভোটের লড়াইয়ে তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে।

আওয়ামীলীগের বিশ^স্ত একটি সূত্র জানায় শনিবার (৫ ডিসেম্বর ২০২০) বসছে নৌকার প্রার্থী নির্ধারণে যোগ্য নৌকার প্রার্থী নির্বাচনের মনোনয়ন বোর্ড। সে দিনেই জ¦লে উঠবে নৌকার প্রার্থীর প্রদীপ।