দীঘিনালায় বিরল রোগে আক্রান্ত ১০ বছরের শিশু আরিফ!


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫০ পিএম, ২০২০-১২-০৪

দীঘিনালায় বিরল রোগে আক্রান্ত ১০ বছরের শিশু আরিফ!

পার্বত্য জেলা খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউনিয়ন ৪ নং ওর্য়াডের বেতছড়ির মৃত এমদাদুল হক কাজলের ছেলে মো:আরিফ(১০)।দীর্ঘ ৮ বছর যাবত জটিল রোগে আক্রান্ত হয়ে বাসায় রয়েছেন। টাকা না থাকায় মৃত এমাদুল হক কাজলের স্ত্রী পারভিন আক্তার চিকিৎসা করাতে পারছেন না একমাত্র ছেলে আরিফ(১০)কে।মানুষের বাসায় থেকে কাজ করে নিজের জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছেন।বাঁচাতে চায় নিজের শিশু আরিফ(১০)কে।

 শিশু আরিফের মা জানিয়েছেন, আমার ছেলে আরিফ দীর্ঘ ৮ বছরের এর বেশি সময় ধরে বিরল রোগে আক্রন্ত,আমার স্বামী বেঁচে থাকা অবস্থায় চিকিৎসা চালিয়ে গিয়েছেন এক পর্যায়ে ছেলের চিকিৎসার জন্য বেতড়ি বাজার এলাকায় আমাদের বসত-বাড়ির ১২ শতাংশ জায়গা ছিলো সেটি বিক্রয় করে আমার ছেলের চিকিৎসা করানোর জন্য ব্যায় করি।কিন্তু টাকার পরিমান বেশি হওয়ায় আর চিকিৎসা করাতে পারি নাই। ডাক্তার জানিয়েছেন ৩ লক্ষ ৫০ হাজার টাকা হলে আমার ছেলের অপারেশন করানো হলে বেঁচে থাকবেন।

কিন্তু যেই ছেলের চিকিৎসা করাতে বাবা মরিয়া একপর্যায়ে টাকা না থাকায় চিকিৎসা করাতে না পারায় চিন্তিত হয়ে বাসায় হটাৎ স্টোক করে ২০১৫ সালে মারা যান।তারপর থেকে আর আমার ছেলের চিকিৎসা করাতে পারিনাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে দাবী করছি যাতে আমার ছেলের চিকিৎসা টা করানো হয় ।আমার একমাত্র ছেলে‘কে ফিরে পেতে চাই।নিজের জায়গা হারিয়ে এখন আমি মানুষের বাসায় থাকছি।দিনমুজুরী কাজ করার পর যা টাকা পাই তা দিয়ে আমার কোন রকম বাঁচে আছি । একমাত্র ছেলের এই অবস্থা দেখে কোন মা কি শান্তিতে খাকতে পারে?  
এসময় তার মা আরো জানান আমার ছেলে গত ১ বছর যাবত কোন খাবার গ্রহন করে না হালকা জুস এবং পানি খেয়ে বেঁচে আছেন। গত ১ বছরের এর মতো সময় ধরে কোন মল(পায়খানা) ত্যাগ করে না।