রাঙামাটির আসবাবপত্র সমিতির নেতৃত্বে মিজান-পেয়ারুর যাত্রা শুরু


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৪৪ এএম, ২০২০-১২-০৪

রাঙামাটির আসবাবপত্র সমিতির নেতৃত্বে মিজান-পেয়ারুর যাত্রা শুরু

স্থানীয় পৌর নির্বাচন বা উপজেলা নির্বাচনের আমেজ নিয়ে রাঙামাটি শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী সমবায় সমিতির সপ্তম পরিষদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন মো: মিজান। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন মো: মহিউদ্দিন পেয়ারু।

রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা আব্দুল মতিন এই নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এবং রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর রবিউল আলম রবি ও মোঃ মুজিবুর রহমান সদস্য হিসেবে উক্ত নির্বাচন পরিচালনা করেন। রাত ৯টা নাগাদ নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

এতে সভাপতি পদে মো: মিজান (ছাতা) মার্কায় পেয়েছেন ৪৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো: আমিনুল ইসলাম শামীম (চেয়ার) মার্কায় পেয়েছেন ১৪৫ ভোট। সহ সভাপতি পদে মাছ মার্কা নিয়ে মোহাম্মদ খালেক পেয়েছেন ৪৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী (হাতি) মার্কায় পেয়েছেন ১৫৯ ভোট। 

সাধারণ সম্পাদক পদে বিজয়ী মহিউদ্দিন পেয়ারু আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি গোলাপ ফুল প্রতিকের মো: আব্দুল শুক্কুর  পেয়েছেন ২৪৪ ভোট। যুগ্ন সাধারন সম্পাদক পদে তালাচাবি প্রতিকের মো: আলফাতুর রহমান রোমান-৩০৮, তার নিকটতম প্রতিদ্বন্ধী দেয়ালঘড়ি প্রতিকের মো: আব্বাস আলী-২৬৩ ভোট। 

সাংগঠনিক সম্পাদক পদে প্রজাপতি প্রতিকের মো: খুরশিদ আলম রাজু-৩৯৬ নিকটতম প্রতিদ্বন্ধী বাইসাইকেল প্রতিকের মো: নজরুল ইসলাম-১৩৯ ভোট। কোষাধ্যক্ষ পদে বই প্রতিকে মো: এমদাদ হোসেন হিরো পেয়েছেন ২৬০,তার নিকটতম প্রতিদ্বন্ধী মই প্রতিকের এম তালুকদার হিরো পেয়েছেন ১৮৮ ভোট।  দপ্তর সম্পাদক পদে ডাব প্রতিকের মো: হাছান-৩২১,তার নিকটতম প্রতিদ্বন্ধী কাঁঠাল প্রতিকের উত্তম দেব-২৬০ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ক্রিকেট ব্যাট প্রতিকের মো: আনোয়ার হোসেন ৩৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মহিউদ্দীন ফুলবল প্রতিকের শাকিল পেয়েছেন ২৭৫ ভোট। এই নির্বাচনে ভোট গ্রহনের আগেই প্রচার সম্পাদক পদে মো: মনির কার্যকরি সদস্য পদে মো: আবুল বশর, মো: ইমরান, মো: নাজিম উদ্দিন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে যান। 

রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী সমবায় সমিতি রাঙামাটির অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। প্রভাবশালী এই সংগঠনটি রাঙামাটি শহরের প্রায় চার হাজার মালিক-শ্রমিকের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। বৃহস্পতিবারের নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় রাজনৈতিক দলের প্রথমসারির নেতাকর্মীরাও প্রার্থীদের নির্বাচিত করার লক্ষ্যে কাজ করে গেছে। নির্বাচনের দিন সকাল থেকে রাত পর্যন্ত সংগঠনটির কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উপর উৎসুক সমর্থকদের প্রচন্ড ভীড় ছিলো চোখে পড়ার মতো।

দিনশেষে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়িক সংগঠন থেকে রাজনৈতিকদলগুলোর নেতৃবৃন্দ। বিজয়ীদের অভিনন্দন ও পরাজিতদের শুভ কামনা জানিয়েছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, বৃহত্তর বনরূপা ব্যবসায়ি সমিতির সভাপতি আবু সাঈদ, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।