রাঙামাটির অকার্যকর বাস টার্মিনালে প্রকাশ্যে চলছে মাদক ও জুয়ার আসর!


মাসুদ পারভেজ নির্জন    |    ১২:২৩ এএম, ২০২০-১২-০৪

রাঙামাটির অকার্যকর বাস টার্মিনালে প্রকাশ্যে চলছে মাদক ও জুয়ার আসর!

রাঙামাটি শহরের শান্তিনগরের অকার্যকর  বাস টার্মিনালে প্রকাশ্যে চলছে মাদক ও জুয়ার আসর। সকাল সন্ধ্যা প্রতিদিনেই চলে এই লীলা খেলা।অকার্যকর বার্স টার্মিনালটি যেন মাদক ও জুয়ারীদের ঘাটিতে  পরিনিত হয়েছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায়,প্রতিনিয়ত কিছু বাস ও ট্রাকের ড্রাইভাররা সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এখানে প্রকাশ্যে টাকা দিয়ে জুয়া এবং আড়ালে মাদকব্যবসা করে থাকে।মূলত নীরব ও শান্ত পরিবেশের সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা লুটছে প্রতিনিয়ত।কেউ বাধা দিলেই হতে হয় কটাক্ষের শিকার।

সরেজমিনে গিয়ে দেখা যায়,তাস নিয়ে অকার্যকর বাস টার্মিনালে ঘাটি গড়ে তুলেছে একদল জুয়াড়ি।ক্যামেরা দেখতেই কেউ কেউ ধীরে ধীরে শটকে পড়ে।কেউ কেউ গুটিয়ে নেই তাসের কার্ড।
এসময় তারা জানায়, কোন প্রকার টাকার বিনিময়ে খেলা হচ্ছেনা।মূলত সময় কাটাতে খেলা হচ্ছে।
এদিকে বাস,মিনি বাস ও শ্রমিক ইউনিয়নের সহ সাধারন সম্পাদক আব্দুল আজিজ একই সুরে তাল মিলিয়ে জানায়,শ্রমিকরা সময় কাটাতে তাস খেলে।আমার জানামতে কোন প্রকার টাকার বিনিময়ে খেলেনা।
মাদক ব্যবসার ব্যাপারে জিজ্ঞাসাবাদে তিনি জানায়,বহিরাগত কিছু ছেলে মোটর সাইকেল নিয়ে আসে বিক্রি করে টুক টাক। নাম ও জানিনা ও চিহ্নিত করতে পারিনাই।আর এগুলোতো আমাদের কাজ না প্রশাসনের কাজ।

উল্লেখ্য,৭ নং ওয়ার্ডের যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাবেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে শান্তিনগর বাস টার্মিনালে হাতেনাতে জুয়ারীদের তাস খেলার চিত্র তুলে ধরে জানায়,ফিসারীঘাট নতুন বাস টার্মিনালে ইয়াবার ব্যবসা থেকে সবগুলো এখানে চলে।এরাই টার্মিনাল পচিঁয়ে ফেলেছে।যত অবৈধ ব্যবসা আছে সব এখানেই চলে।এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।