নানিয়ারচরে সেনাটহলে হামলা:পাল্টাগুলিতে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত;অস্ত্রগুলি উদ্ধার


আলমগীর মানিক    |    ০৩:৪৮ পিএম, ২০২০-১২-০৩

নানিয়ারচরে সেনাটহলে হামলা:পাল্টাগুলিতে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত;অস্ত্রগুলি উদ্ধার

রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন ১৯ মাইল এলাকায় সেনাটহলের উপর হামলা চালিয়েছে চুক্তি বিরোধী প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসীরা। 

বৃহস্পতিবার দুপুরে আকস্মিক এই হামলার পরপরই আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়ে টহলরত সেনা সদস্যরা। এসময় এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা গেলে তার সঙ্গী অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির হোসেন সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় একটি ২২ রাইফেল, একটি রিভলভার, দুইটি ম্যাগজিন, ৬ রাউন্ড তাজাগুলি, একটি গুলির খোসাসহ চাঁদাবাজির ১৮ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইলফোন উদ্ধার করেছে। 

নিহত সন্ত্রাসী সাজেক চাকমা (৩৫) নানিয়ারচর সাবেক্ষ্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কান্দারা চাকমার সন্তান। সে ইউপিডিএফ এর সশস্ত্র শাখার মূল চাঁদা কালেক্টর বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নানিয়ারচর থানার ওসি।