দীঘিনালা সেনা-নিবাসের মেডিকেল ক্যাম্পিং ও ত্রাণ বিতরন


খাগড়াছড়ি প্রতিনিধি    |    ০৩:৩১ পিএম, ২০২০-১২-০২

দীঘিনালা সেনা-নিবাসের মেডিকেল ক্যাম্পিং ও ত্রাণ বিতরন

ঐতিহাসিক পার্বত্য চুক্তির ২৩তম দিবস উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় দূর্গ্যম এলাকায় ত্রান ও মেডিকেল ক্যাম্পিং করে অসহায় দু:স্থ পাহাড়ি-বাঙ্গালী মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছেন দীঘিনালা সেনা-নিবাস।

২রা ডিসেম্বর সকাল ৮ টা থেকে উপজেলার মাইনী-ব্রীজ সংলগ্ন(ডকইয়ার্ড মাঠে) পার্বত্য শান্তিচুক্তির ২৩ তম দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কোভি-১৯ ভাইরাস নীতিমালা  অনুসরণ করে দীঘিনালা উপজেলার ৫ টি ইউনিয়নের গরিব ও দু:স্থ অসহায় পাহাড়ী-বাঙ্গালী পরিবার এর মাঝে চিকিৎসা ও ওষুধ বিতরন করেন দীঘিনালা সেনানিবাস। এসময় ৩ টি বুথ ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা টিমের সহযোগীতায় মেডিকেল ক্যাম্পিং ও চিকিৎসা প্রদান করেন। এসময় পাহাড়ি ৫৫০ ও বাঙ্গালী ৬৫০ জন রোগির মাঝে চিকিৎসা ও ওষুধ বিতরন করেন দীঘিনালা সেনা নিবাস।
সকাল ১০ টায় দীঘিনালা সেনা-নিবাসের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: তৌহিদুল ইসলাম,এসজিপি,পিএসসি ও উপজেলা চেয়ারম্যান মো: কাশেম মেডিকেল ক্যাম্পিং পরিদর্শন করেন।
দুপুর ১২ টায় উপজেলার দূর্গ্যম মধ্য বানছড়া এলাকায় হতদরিদ্র ও অসহায় পাহাড়ি ৫০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন,এসময় পরিবারের মাজে চাল,ডাল,আটা,তেলসহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।মধ্যবান ছড়া একলার ধনবী চাকম(৩০) জানান যে এই দূর্গ্যম এলকায় আমরা অনেক কষ্টে বসবাস করি দীঘিনালা সেনানিবাস দেওয়া ত্রান উপহার পেয়ে আমরা অনেক খুশি ।