শান্তিচুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৩:২৫ পিএম, ২০২০-১২-০২

শান্তিচুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধায়নে ও রাঙামাটি জোনের ব্যবস্থাপনায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কাপ্তাই হ্রদে উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে শহীদ মিনার প্রঙ্গনে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতা  প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান পিএসসি ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, কর্ণেল আঃ ইবনে রউফ জিএস ( ডিজিএফআই) ,রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কির্ণেল এএস ফয়সাল, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবির সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উর্ধতন কর্মকর্তারা।

এসময় প্রদান অতিথির বক্তব্যে তিনি  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার মন নিয়ে সকল সুযোগ সুবিধা দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছেন, যাতে আমরা সকলেই শান্তির দ্বার প্রান্তে উপনীত হতে পারি।তিনি আশা প্রকাশ করে বলেন, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি  প্রতিষ্ঠা ও উন্নয়ন তরান্বিত সম্ভব হবে ।

পরে বিশেষ নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা নৌকা ও সাপ্পান এবং কায়াকের ৪ টি ইভেন্টে অংশ নেয়া প্রতিযোগি বিজয়ীদের মাঝে বিভিন্ন অংকের  নগদ চেক পুরস্কার বিতরণ করা হয়।