রাঙামাটিতে মেয়র আকবরসহ মনোনয়ন আবেদন জমা দিলেন ১০ প্রার্থী


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩৯ এএম, ২০২০-১২-০১

রাঙামাটিতে মেয়র আকবরসহ মনোনয়ন আবেদন জমা দিলেন ১০ প্রার্থী

রাঙামাটি জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতার ফেসবুক ষ্ট্যাটাসের আহবানে সাড়াদিয়ে আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রথমদিনে বর্তমান মেয়র আকবরসহ ১০ জন প্রার্থি মেয়র পদে মনোনয়ন চেয়ে আবেদনপত্র/বায়োডাটা জমা দিয়েছেন।

সারাদিনেই জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্পাদক হাজী মূছা মাতব্বর ও দপ্তর সম্পাদক রফিক আহাম্মেদ তালুকদার এর কাছ থেকে মনোনয়ন প্রাপ্তির বায়োডাটা জমা দিয়েছেন।

উক্ত ১০ জনের রাঙামাটি পৌরসভার বর্তমান মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলায়মান চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, জেলা আ’লীগের উপ প্রচার সম্পাদক অমর কুমার দে, উপদপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, জেলা শ্রমিকলীগের সভাপতি শামসুল আলম, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন সেলিম, সহ-সভাপতি আবু সৈয়দ, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল। 

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতাব্বর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতাব্বর জানান, সোমবার থেকে রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা নেয়া হচ্ছে। পহেলা ডিসেম্বর দুপুর পর্যন্ত আবেদন পত্র জমা নেয়া হবে।

এরআগে গত ২৮ নভেম্বর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহাম্মেদ তালুকদারের ফেসবুক টাইমলাইনে ষ্ট্যাটাসের মাধ্যমে আগামী পৌরসভা নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র জমার আহবান করেন।

আবেদনপত্র জমাদানের শেষ সময় আগামীকাল ১লা ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত। এরপর প্রার্থীদের কাছ থেকে প্রাপ্ত সম্ভাব্য তথ্যাবলির ফাইল নিয়ে ঢাকায় যাবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। সেখানে মনোনয়ন বোর্ডের নিকট সেই ফাইলগুলো প্রদান করা হবে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে চুড়ান্তভাবে ঢাকা থেকেই রাঙামাটি পৌর নির্বাচনে নৌকার প্রতিক প্রার্থীর নাম ঘোষণা আসবে।