কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে ১২ ফুট অজগর অবমুক্ত


কাপ্তাই প্রতিনিধি    |    ০২:৩৪ এএম, ২০২০-১১-৩০

কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে ১২ ফুট  অজগর অবমুক্ত

কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে রবিবার (২৯ নভেম্বর) সকালে ১২ ফুট দৈর্ঘ্যরে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। শনিবার রেশম বাগানস্থ কাপ্তাই-চট্টগ্রাম সড়ক অতিক্রম করার সময় সাপটিকে সড়ক দূর্ঘটনার হাত থেকে বাঁচায় স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দিলে তারা অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্ এর নির্দেশে শনিবার সকালে কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড়ে সাপটি অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের এসিএফ মোস্তাফিজুর রহমান, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এস এম মাহাবুব উল আলম, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা, রাম পাহাড় বিট কর্মকর্তা শহীদুল ইসলামসহ আরও অনেকে।