মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলো পুরাতন বাস স্টেশন ব্যবসায়ী সমিতি


শহিদুল ইসলাম হৃদয়    |    ১০:১৫ পিএম, ২০২০-১১-২৯

মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলো পুরাতন বাস স্টেশন ব্যবসায়ী সমিতি

প্রতিকার থেকে প্রতিরোধই উত্তম নিজে সুরক্ষিত থাকুন অন্যকে সুরক্ষিত রাখুন প্রতিপাদ্যে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে মাস্ক ও স্যানিটাইজার বিতরন করা হয়েছে।

রোববার সকালে শহরের পুরাতন বাস স্টেশন এলাকার দোয়েল চত্বরের সামনে পুরাতন বাস স্টেশন ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ৬৫০ টি মাস্ক ৩৫০ টি স্যানিটাইজার ও ৯০ টি ফিস্টুন বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। রফিকুল আলম লিটনের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন পুরাতন বাস স্টেশন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নেছার আহাম্মদ, সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউছুপ চৌধুরী, অর্থ সম্পাদক ইব্রাহীম সপন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় আমরা করোনার প্রথম ধাক্কা এড়াতে সক্ষম হয়েছি যেহেতু সারা বিশ্বে বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ আসতে চলেছে সেহেতু সরকারি নির্দেশনা মাস্ক পরিধান বাধ্যতামূলকের বিষয়ে এলাকাবাসীদের অবগত করে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ, পুরাতন বাস স্টেশন ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে আমরা আমাদের এই এলাকায় যারা মাস্ক ছাড়া ঘুরাঘুরি করছে তাদের মুখে মাস্ক পড়িয়ে একটি করে হাত ধোঁয়ার স্যানিটাইজার তুলে দিচ্ছি এবং এখানকার ৯০ টি দোকানে মাস্ক ছাড়া কোনো পণ্য বিক্রয় বা " নো মাস্ক নো সার্ভিসের" ফিস্টুনও দিয়েছি।